বিপিএল শুরুর আগেই করোনার ধাক্কা এসেছিল। প্রথম দফায় সৌম্য সরকারসহ খুলনার বেশ কয়েকজন খেলোয়াড় করোনা পজিটিভ হন। এরপর বিপিএল শুরুর আগে সংখ্যাটা আরও বাড়তে থাকে। কিন্তু এরপরও বারবার আসরটি চালিয়ে নেওয়ার কথা বলেন আয়োজকরা।
এদিকে ফরচুন বরিশালের ম্যাচের দিন আজ (২১ জানুয়ারি) জানা গেল দলটির বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান করোনা পজিটিভ হয়েছেন। আজকেই তার টেস্টে পজিটিভ আসে। যদিও আজকের ম্যাচে খেলছেন না তিনি। জানা গেছে, শনিবার (২২ জানুয়ারি) আবারও টেস্ট করা হবে। বরিশালের আরেক খেলোয়াড় মুমিন শাহরিয়ারও করোনা পজিটিভ।
এদিকে সাকিবের বরিশাল দলের পরামর্শক নাজমুল আবেদীন ফাহিমও করোনা পজিটিভ হয়েছেন।
একদিন আগে বরিশাল দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন করোনা সঙ্গে নিয়েই চলার কথা। এবার কি হবে!
এর আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের অষ্টম আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে বরিশালের বোলারদের দাপটে টপঅর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়েছে চট্টগ্রাম।
একদিন আগে বরিশাল দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন করোনা সঙ্গে নিয়েই চলার কথা। এবার কি হবে!
এর আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের অষ্টম আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে বরিশালের বোলারদের দাপটে টপঅর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়েছে চট্টগ্রাম।
টসে হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো হলো না মেহেদী হাসান মিরাজের চট্টগ্রামের। দুই ওপেনার কেনার লুইস ৬ ও উইল জেকস ১৬ রান করে মাঠে ছাড়েন। এরপর আফিফ ও সাব্বির নামের প্রতি সুবিচার করতে পারেননি। আফিফ ৬ আর সাব্বির ৮ রান করে মাঠ ছাড়েন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১.৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। ব্যাট হাতে অপরাজিত আছেন শামিম হোসেন ও নাইম ইসলাম।
0 Comments