করোনার সংক্রমণ দ্রুত কমে যাওয়ায় আয়ারল্যান্ডে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটির সরকার। শুধু আগামী মাস পর্যন্ত মাস্ক ব্যবহার করতে হবে দেশটির নাগরিকদের।


এক সপ্তাহ আগেও আয়ারল্যান্ডের করোনা পরিস্থিতি বেশ নাজুক ছিল, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনও ভাবিয়ে তুলেছিল স্বাস্থ্য বিভাগকে। তবে শেষ এক সপ্তাহে পুরো চিত্রই পাল্টে গেল। যেখানে গত সপ্তাহে করোনায় প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার আক্রান্ত হতো, সেখানে এ সপ্তাহে আক্রান্ত ছিল ৫ থেকে ১০ হাজার। আর আইসিইউতে রোগীর চাপও কমেছে দ্রুত।

দেশটির ন্যাশনাল পাবলিক হেলথ ইমারজেন্সি টিম ওমিক্রন নিয়ে ভীত না হয়ে জনজীবন স্বাভাবিক করার অনুরোধ জানায়। তাদের গবেষণায় ওমিক্রনে মৃত্যুর হার অনেক কম বলে জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের পরামর্শে প্রধানমন্ত্রী মিহল মার্টিন এখন থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে আগামী মাসের শেষ অবধি গণপরিবহন, শপিংমল ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির পরে মাস্ক ব্যবহারও তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। সরকারের এ সিদ্ধান্তে স্বস্তি ফিরছে জনমনে।

এদিকে পর্যায়ক্রমে আগামী সোমবার থেকে কর্মস্থলেও ফিরছেন কর্মজীবীরা।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৪ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৬৭৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ১০ হাজার ১৩৬ জনে। আর সুস্থ হয়েছেন ২৭ কোটি ৮১ লাখ ৪২ হাজার ২৮৫ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এ দেশটিতে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৫৫৭ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৮৮ হাজার ৬২৩ জনের।