টানা দুইদিন পতনের পর দেশের পুঁজিবাজারের মূল সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে।


মঙ্গলবার (২৫ জানুয়ারি) দেশের দুই পুঁজিবাজারে সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। শেয়ার বিক্রির তুলনায় কেনার প্রবণতা বেশি থাকায় লেনদেন কমেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩২ পয়েন্টে অবস্থান করছে। এদিকে ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩৯ পয়েন্ট কমেছে এবং ভাল প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৯৩ পয়েন্ট কমেছে।

এ দিন ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৬২টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে ১ হাজার ১১৭ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) ১ হাজার ২১৩ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সে হিসেবে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো, বিএসসি, ফরচুন সুজ, স্কয়ার টেক্সটাইল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, পাওয়ার গ্রিড, ওরিয়ন ফার্মা, এপেক্স ফুট, এশিয়া ইনস্যুরেন্স এবং এসিআই লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৪৫ পয়েন্টে অবস্থান করছে।