বাংলাদেশে কোভিড-১৯এর বিস্তার ঠেকাতে সোমবার থেকে দু সপ্তাহের জন্য সরকারি-বেসরকারি অফিসগুলোতে অর্ধেক লোক দিয়ে কাজ চালানোর নির্দেশ দিয়েছে সরকার।
করোনাভাইরাসজনিত রোগ বিস্তার রোধ করতে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ রোববার আরো কিছু নতুন বিধিনিষেধ জারি করে। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার এক প্রজ্ঞাপনে এসব বিধিনিষেধের কথা জানানো হয়।
এতে বলা হয়, ২৪শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত সকল সরকারি,আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসগুলোকে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে কাজ পরিচালনার নির্দেশ দেয়া হচ্ছে।
অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরকে তাদের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি অর্থাৎ ই-নথি, ই-টেন্ডারিং, ইমেইল, এসএমএস ও হোয়াটসএ্যাপসহ অন্যান্য মাধ্যম ব্যবহার করে কাজ করার কথা বলা হয়।নির্দেশে আরো বলা হয়, আদালতসমূহের ব্যাপারে সুপ্রিম কোর্ট ও ব্যাংক-বীমার মত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নির্দেশনা দেবে।
এরই মধ্যে অবশ্য সুপ্রিম কোর্ট ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু করে দিয়েছে।
0 Comments