২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা এনে দেওয়া ইমরুল কায়েসের ওপর আবারও আস্থা রাখছে ফ্রাঞ্চাইজিটি।

ছবি-সংগৃহীত
জানা গেছে, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারিন, মুমিনুল হক ও লিটন দাসের মতো দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররা দলে থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শ হিসেবে থাকছেন টাইগারদের সাবেক কোচ স্টিভ রোডস। এ ছাড়া হেড কোচ হিসেবে রয়েছেন বাংলাদেশি মোহাম্মদ সালাহউদ্দিন।

একদিন পরই শুক্রবার (২১ জানুয়ারি) মাঠে গড়াচ্ছে বিপিএলের অষ্টম আসর। এর আগে বুধবার (১৯ জানুয়ারি) সকালে সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মিরপুরে একাডেমি মাঠে অনুশীলন করে ঘাম ঝরিয়েছে।
এবারের আসরে অভিজ্ঞ আর তারুণ্যনির্ভর দল গড়েছে সিলেট। মোসাদ্দেক সৈকত, মিঠুন, সোহাগ গাজী, এনামুল বিজয়দের সঙ্গে বিদেশি রবি বোপারা, কেসরিক উইলিয়াম ও কলিন ইনগ্রামরা নেটে ব্যাটিং বোলিং করে ব্যস্ত সময় পার করেছে।

আসরে ইতিবাচক ক্রিকেট উপহার দেওয়ার প্রত্যয় সিলেট টিমের মোসাদ্দেক সৈকতের। অন্যদিকে সকালে একাডেমি মাঠের অন্যপ্রান্তে নেটে অনুশীলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইমরুল-মুমিনুল-ফাফ ডুপ্লেসিরা বেশ সময় ধরে স্টিভ রোডস ও কোচ সালাউদ্দিনের অধীনে ব্যাটিং করেছেন। কাগজে কলমে ভালো দল গড়ায় এবার ম্যাচ বাই ম্যাচ পজিটিভ ক্রিকেট খেলতে মুখিয়ে ভিক্টোরিয়ান্সরা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড

মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, শেখ মেহেদী হাসান।