বাবার মৃত্যুর আগে সম্পত্তি মেয়ের নামে উইল করে না গেলে মৃত্যুর পর সেই সম্পত্তিতে মেয়েদের অধিকার থাকবে কিনা তার মিমাংসা করে ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, বাবার মৃত্যু হলে মেয়ে পিতার অর্জিত এবং অন্যান্য সম্পত্তি পাওয়ার অধিকারী হবেন। এ ক্ষেত্রে কোনও ইচ্ছাপত্র বা উইল না করে গেলেও মৃত পিতার কন্যা এই অধিকার পাবেন। এবং পরিবারের অন্য সদস্যদের তুলনায় কন্যা অগ্রাধিকার পাবেন।
মাদ্রাজ হাই কোর্টের এই সংক্রান্ত একটি রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ জানিয়েছে, উইল করার আগে কোনো হিন্দু পুরুষের মৃত্যুর পর তার সম্পত্তি (স্বোপার্জিত বা পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত) উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হবে।
বেঞ্চ আরও জানায়, মৃত হিন্দু পুরুষের কন্যা পিতার অন্য আত্মীয়দের (যেমন মৃত পিতার ভাইয়ের ছেলে, মেয়ে) তুলনায় সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
অন্য কোনো উত্তরাধিকারীর অনুপস্থিতিতে পিতার স্বোপার্জিত সম্পত্তি কি পিতার মৃত্যুর পর তার কন্যা পাবেন? সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই প্রশ্নের ফয়সালা করতে গিয়ে জানায়, মৃত্যুর আগে পিতা ইচ্ছাপত্র তৈরি করে যেতে না পারলেও, এই সমস্ত ক্ষেত্রে পিতার স্বোপার্জিত সম্পত্তি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি পাবেন তার কন্যা।
সূত্র: হিন্দুস্তান টাইম
1 Comments
🧐🧐
ReplyDelete